পদ্মানদী (গঙ্গানদী) ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে শিবগঞ্জ উপজেলার সর্ব পশ্চিম অংশে মনাকষা ইউনিয়নের শেষ সীমানা ও মনোহরপুর মৌজা দিয়ে শিবগঞ্জ তথা বাংলাদেশে প্রবেশ করে । পাঁকা ও উজিরপুর হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রবেশ করেছে। বর্তমানে এটি মরা গঙ্গানদী নামে পরিচিত। এর প্রবাহ বর্তমানে তেমন পরিলক্ষিত হয় না।
যোগাযোগ ব্যবস্থা: মনাকষা ইউনিয়ন থেকে পশ্চিমে প্রায় ১৫ কি.মি (পদ্মা নদী) পাওয়া যাবে। যাতায়াত ভুটভুটি, নসিমন, করিমন, হোন্ডা, সাইকেল, মিশুক, জীপ, কার ও পেয়ে হেঁটে যাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS